
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের মুক্তিকামী ছাত্র ও জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালের এই দিনে বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একসাথে আন্দোলন করে জনগণ চূড়ান্ত বিজয় অর্জন করে।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সেই সব শহীদদের, যারা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আহত ও পঙ্গুত্ববরণকারী বীর যোদ্ধাদের ত্যাগকেও স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, শহীদ ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, যা পূর্ণরূপে পালন করা হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, দমন ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও জনগণের ক্ষোভের উন্মোচন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ ও জনগণের ক্ষমতায়ন ছিল এই গণঅভ্যুত্থানের প্রধান লক্ষ্য।
তিনি যুক্ত করেন, ফ্যাসিবাদ নির্মূল করে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করতে হবে, যাতে একটি ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রব্যবস্থায় ব্যাপক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে, যা তার দৃঢ় প্রত্যাশা।
শেষে রাষ্ট্রপতি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।