
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে একটি ধর্মভিত্তিক দলের অনুগতরা বসানো হচ্ছে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত; তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না। তবে দলদলিত প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
শনিবার (৪ অক্টোবর) সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মিথ্যা তথ্য ও ভ্রান্ত পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গত ১৫ বছরে যারা আপসহীন লড়াই করেছে, তা সাধারণ মানুষ ভালোভাবে জানে।
এসময় তিনি ভারতের পূজা মণ্ডপে ডা. মুহাম্মদ ইউনূসকে বিকৃতভাবে উপস্থাপন করার ঘটনাকেও কঠোর সমালোচনা করেন।
রতনকাকা/ডিডব্লিউ