
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির মধ্য দিয়ে অভিনয় জীবনে এক নতুন উচ্চতায় পৌঁছালেন বলিউড তারকা শাহরুখ খান। দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন দেশটির সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান। গত শুক্রবার সন্ধ্যায় ঘোষিত ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ বিভাগে এই মর্যাদা অর্জন করেন তিনি।
এই সম্মান তিনি পেয়েছেন গত বছর মুক্তি পাওয়া সুপারহিট ছবি জাওয়ান-এ তাঁর প্রশংসনীয় অভিনয়ের জন্য। পুরস্কার ঘোষণার পর, শাহরুখ একটি আবেগঘন ভিডিও বার্তায় তাঁর অনুভূতি প্রকাশ করেন।
নিজের প্রতিক্রিয়ায় কিং খান বলেন, “আমি কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা আমাকে এই সম্মানের যোগ্য মনে করেছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।”
তিনি আরও বলেন, “এই জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি যেটা করি, সেটা গুরুত্বপূর্ণ। এই সম্মান আমাকে বলে দিলো- এগিয়ে যাও, কঠোর পরিশ্রম করো, নতুন কিছু করো এবং সিনেমায় নিজের অবদান রাখো। এই চিৎকারে ভরা পৃথিবীতে এই পুরস্কার আমার কাছে এক আশীর্বাদ।”
পুরস্কারপ্রাপ্তির পেছনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহরুখ। “জাওয়ান ছবিতে আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ রাজু স্যার, সাইদ, অ্যাটলি স্যার এবং পুরো টিমকে। আমার ব্যক্তিগত দলের প্রতিও কৃতজ্ঞ, যারা ধৈর্য ধরে আমাকে সব সময় সহ্য করে। যাতে আমি ভালো দেখি, ভালো অভিনয় করি—এটা তাদের কাছে আমার থেকেও গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।
শাহরুখের এই পুরস্কারপ্রাপ্তি আনন্দের স্রোত বইয়ে দিয়েছে জাওয়ান পরিচালক অ্যাটলি কুমারের মনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার সেটে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে শাহরুখ স্যার। আমাদের ‘জাওয়ান’ ছবির জন্যই আপনার ঝুলিতে জাতীয় পুরস্কার এল ভেবেই আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। আপনার সফরসঙ্গী হতে পেরে অনুপ্রেরণা পেলাম। আজ আমি ভীষণ আবেগপ্রবণও। বিশ্বাস করে এই সিনেমার ভার আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।”
একইসঙ্গে তিনি যোগ করেন, “এটা তো আপনার জন্য আমার প্রথম প্রেমপত্র ছিল, এখনও আরও অনেক বাকি রয়েছে। শাহরুখ স্যার, আপনার কাছাকাছি থাকাটাই একটা বিরাট আশীর্বাদ। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আজ শুধুই ভালোবাসা আপনার জন্য।”
এদিকে, নতুন ছবি কিং–এর শুটিং চলাকালীন পুরোনো চোটের কারণে ডান কাঁধে সমস্যা দেখা দেয় শাহরুখ খানের। চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।
শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার পেয়ে যেন পূর্ণতা পেল কিং খানের দীর্ঘ অভিনয়যাত্রা। তাঁর অনুরাগীদের কাছে এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত।