
বেশ কয়েক দিনের হালকা শীতের ভাব কেটে ফের কনকনে ঠান্ডা পড়তে যাচ্ছে সারা দেশে। শনিবার (১৮ জানুয়ারি) থকে আগামী তিন দিন তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশাও পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ‘উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।’
শনিবার সকাল নয়টায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আবার কোথাও কোথাও ঘন কুয়াশাও পড়ার আশঙ্কা রয়েছে।’
তিন দিনের তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, ‘শনিবার রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দেশের অন্যত্র সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।’
রোববার (১৯ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২০ জানুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘এ সময়ের প্রথমদিকে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।’