
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য নিশিকান্ত দুবে সম্প্রতি বাংলাদেশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। তিনি বলেছেন, ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে একটি বড় ভুল করেছিলেন, যার মাশুল এখন বিহারকে দিতে হচ্ছে।
এই মন্তব্য তিনি করেন ভারতের সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্ট অনুষ্ঠানের এক টিজার ভিডিওতে। ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা আসনের এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশ সৃষ্টি যদি প্রয়োজনই হতো, তবে তা ধর্মীয় ভিত্তিতে আলাদা হিন্দু ও মুসলিম রাষ্ট্র হিসেবে গঠন করা উচিত ছিল।
পডকাস্টটির পুরো সাক্ষাৎকার এখনো প্রকাশিত না হলেও সংক্ষিপ্ত টিজারেই তার এই মন্তব্য ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য শুধু ইতিহাস বিকৃতি নয়, বরং বাংলাদেশ-বিরোধী মনোভাবকেই তুলে ধরছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারক সাহা মন্তব্য করেন, ভিডিওর পুরোটা প্রকাশ পেলে আরও বিতর্কিত বক্তব্য সামনে আসতে পারে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক যে কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে, তার মধ্যে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
তিনি আরও যোগ করেন, বাংলাদেশ এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালে সেটি অপ্রত্যাশিত হবে না। এমন মন্তব্য পারস্পরিক আস্থার ওপর প্রভাব ফেলতে বাধ্য।