
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন এবং রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শরীরে একটি জটিল অস্ত্রোপচারের প্রয়োজন, যা রোববার (১৭ আগস্ট) রাতেই হতে পারে।
স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। রোববার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। রোববার রাতেই তা হতে পারে। এ ছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই।”
এর আগে শনিবার (১৬ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হচ্ছে।
শনিবার কক্সবাজারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশগ্রহণের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে কক্সবাজার থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের মতে, কাজের অতিরিক্ত চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন।