
যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা নাইন/ইলেভেনের ২৪ বছর পূর্ণ হলো আজ (১১ সেপ্টেম্বর)। নানা কর্মসূচি ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করছে দেশটি।
২০০১ সালের এদিন সকালে আল-কায়েদার জঙ্গিরা ছিনতাই করা চারটি যাত্রীবাহী বিমানের মাধ্যমে আত্মঘাতী হামলা চালায়। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে দুটি বিমান আঘাত হানে, একটি পেন্টাগনে বিধ্বস্ত হয়, আরেকটি বিমান পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে ভূপাতিত হয় যাত্রীদের প্রতিরোধের মুখে।
অভূতপূর্ব সেই হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন এবং আহত হন আরও কয়েক হাজার। এছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া বহু কর্মী প্রাণ হারান বা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকেন।
দিনটি যুক্তরাষ্ট্রে ‘প্যাট্রিয়ট ডে’ নামে পরিচিত। প্রতিবছরের মতো এবারও নিহতদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, নীরবতা পালন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে।