
কুমিল্লায় চোর সন্দেহে জয় (৩২) নামের এক যুবককে কুকুর দিয়ে পেটানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘটনার পর র্যাব ও স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।
এই ঘটনা ঘটেছে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের সামনে। শনিবার (২০ সেপ্টেম্বর) র্যাব-১১ সিপিসি-২ এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ভুক্তভোগী জয় চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে। স্থানীয়রা জানান, সাকুরা স্টিল মিলের ভেতরে কিছু দিন ধরে চুরির ঘটনা ঘটছিল এবং প্রতি শুক্রবার জুমার নামাজের সময় এসব চুরি সংঘটিত হতো। গত শুক্রবার নামাজ চলাকালীন কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক চোর ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখন জয় কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে নিরাপত্তাকর্মীরা মিলের দুটি কুকুরকে তার পেছনে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে জয় মাটিতে পড়ে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর জয়ের শরীর কামড় দিচ্ছে এবং কয়েকজন যুবক লাঠি দিয়ে আঘাত করছেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে জয় মাটিতে লুটিয়ে পড়েন এবং বাঁচার জন্য আকুতি করেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে রাতে র্যাব-১১ সিপিসি-২ ও বুড়িচং থানা যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও সজিব নামের তিনজনকে আটক করে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, ভুক্তভোগী জয় থানায় মামলা দায়ের করেছেন। ভাইরাল ভিডিও ফুটেজের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বর্তমানে র্যাবে হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।