
দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে, কারণ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ এখনও একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, আজ সকাল ৬টায় উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূল থেকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের লঘুচাপটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের বৈষম্য বৃদ্ধি পেতে পারে।
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সব সমুদ্রবন্দরে ঝোড়ো বা দমকা হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারদের জন্যও বিশেষ সতর্কতা জারি করে বলা হয়েছে, "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।"
এ পরিস্থিতিতে সমুদ্রযাত্রায় সতর্ক থাকা এবং আবহাওয়ার আপডেট নিয়মিত মনিটর করার গুরুত্ব আরও বেড়ে গেছে।