
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগত ও ফুটপাতের দোকান সরানোর অভিযানের সময় এক বৃদ্ধকে লাঠি হাতে তাড়ানোর ঘটনায় বিতর্কে জড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যায়, সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে এক বয়স্ক ব্যক্তিকে তাড়াতে লাঠি হাতে কয়েকজন উপস্থিত রয়েছেন। তাঁদের মধ্যে সর্বমিত্র চাকমা ও প্রক্টর অফিসের তিন নিরাপত্তাকর্মীকে শনাক্ত করা গেছে। ফুটেজে দেখা যায়, ‘প্রক্টরিয়াল বডির সদস্য’ লেখা জ্যাকেট পরিহিত একজন নিরাপত্তাকর্মী লাঠি তুলে আঘাতের চেষ্টা করেন, যা হাতে থাকা ব্যাগ দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন সেই বৃদ্ধ ব্যক্তি।
ঘটনাটি সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের নিরাপত্তাকর্মীদের প্রধান ইউসুফ হারুন। তিনি বলেন, “ওই সময় আমাদের প্রক্টর অফিসের তিনজন স্টাফ ছিলেন সর্বমিত্র চাকমার সাথে।”