
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে জনপ্রিয় পর্যটন স্পট সাদাপাথর পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন। এ এলাকায় অন্য কোনো নৌকা চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এই নির্দেশনা প্রচার করা হয়। এতে স্পষ্ট জানানো হয়, পর্যটকবাহী নৌকা ছাড়া অন্য কোনো নৌকা এই রুটে চলতে পারবে না।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সহায়তায় ধলাই সেতু ও আশপাশে প্রকাশ্যে বালু লুট চলছিল। নতুন নির্দেশনা মূলত এ অনিয়ন্ত্রিত বালু উত্তোলন ঠেকানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
এর আগে একই দিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধলাই সেতুর আশপাশ থেকে বালু লুটের কাজে ব্যবহৃত অন্তত ২০টি নৌকা জব্দ করা হয়। অভিযানের পরই উপজেলা প্রশাসন মাইকিং করে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ তার ফেসবুক পেজে নির্দেশনার ভিডিও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, নির্দেশনা ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হয়েছে এবং অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।