
তারেক রহমান দেশে ফিরলে নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
রোববার (৭ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতীর আশা-আকাঙ্খা পূরণ হবে।”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে কিংবা তারও আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, “এ পথে যারা কাঁটা বিছানোর চেষ্টা করছে বা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের সকলের প্রতি নসিহত, দেশ এখন নির্বাচনী আবহে আছে, সারাদেশে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।”
বিএনপির এই নেতা বলেন, “অতিশিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হয়ে যাবে। বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে তিনি দেশে আসলে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণা নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণা হয়ে যাবে সারাদেশে।”
তিনি আরও বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন হবে একটি “অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা।”