
দেশের স্বার্থবিরোধী আগ্রাসনের প্রয়াস চলছে তিনটি পরাশক্তির পক্ষ থেকে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, "ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।"
৭ অক্টোবর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শহিদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, "দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল।" তিনি শেখ হাসিনাকে 'লেজুড়বৃত্তি নেতা' হিসেবে উল্লেখ করে বলেন, "শেখ হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে।" দেশের রাজনীতিতে সৎ ও মেধাবী নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, "দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার।" পাশাপাশি রাজনীতির মাঠে সততা ও ভালো নেতৃত্ব নিয়ে প্রতিযোগিতার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, "আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় গুপ্তভাবে ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে ছিল একটি সংগঠন। আর সেই মামলায় হত্যাকারীদের ফাঁসি থেকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন জামায়াত নেতা শিশির মনির।" তারা আরও বলেন, "যুগে যুগে গুপ্ত সংগঠনের এসব কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে ছাত্রদল।"