
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে শুল্ক হ্রাস সংক্রান্ত কোনো সুস্পষ্ট ঘোষণা এখনো পাওয়া যায়নি। এই বিষয়ে পরিষ্কার বক্তব্য পাওয়ার পর বিএনপি তাদের প্রতিক্রিয়া জানাবে বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ জানান, জাতীয় ঐকমত্য কমিশন থেকে 'জুলাই জাতীয় সনদ ২০২৫'-এর একটি খসড়া বিএনপিকে পাঠানো হয়েছে। এই খসড়ায় সনদ প্রণয়নের পূর্বাপর প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সম্মিলিত সুপারিশসমূহ বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, এসব সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সনদ তৈরি হবে। সনদে যে প্রতিশ্রুতি থাকবে, তা বাস্তবায়নের জন্য জাতীয় সংসদ গঠনের পর দুই বছরের সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে এই প্রতিশ্রুতি ও অঙ্গীকার দিয়েছে এবং প্রয়োজনে সাংবিধানিক ও আইনগত সংশোধন আনতেও দলটি প্রস্তুত রয়েছে।
সালাহউদ্দিন জানান, এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর হয়নি, তবে মৌলিক বিষয়গুলোতে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। বিএনপি ৮২৬টি প্রস্তাবের মধ্যে মাত্র ৫১টি বিষয়ে দ্বিমত পোষণ করেছে এবং ১২৫টি প্রস্তাবে মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐকমত্য অর্জিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকবে এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই হবে দেশের জন্য বড় শক্তি।
এদিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানে তারা হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফী এবং মাওলানা মুহাম্মদ জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।