
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১/১১ নিয়ে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঘণ্টাখানেক পর উপদেষ্টা সে পোস্ট ডিলিট করে দিবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ৪ আগস্ট) সন্ধ্যায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, ১/১১ নিয়ে উপদেষ্টা মাহফুজ যে পোস্ট দিয়েছে তা হয়তো ঘণ্টাখানেক পরে আবার তিনি ডিলিটও করবেন।
অন্যদিকে আজ সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে উপদেষ্টা মাহফুজ লেখেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’