
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে ফের ২২ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ডেবরা বাড়ি এলাকা থেকে আটক করে বিজিবি।
আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী। তারা সবাই বাংলাদেশি বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি কালেঙ্গা ক্যাম্পের হাবিলদার জাকারিয়া ইবনে কাদির।
তিনি জানান, বৃহস্পতিবার রাতের যে কোনো সময় সীমান্তের ১৯৫৫ পিলারের ৩ ও ৪ সাব পিলারের মধ্য দিয়ে কাঁটাতারের গেট খুলে ওই ২২ নারী-পুরুষকে বাংলাদেশে পাঠানো হয়। তারা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা। ২০ বছর আগে জীবিকার তাগিদে ভারতের হরিয়ানায়সহ বিভিন্ন এলাকায় যান তারা। ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন আটক হওয়ারা।
বিজিবি বলছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাচাইয়ের পর চুনারুঘাট থানায় সোপর্দ করা হবে।