
বলিউডের কিং খান শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল গত রোববার। দিনটি উদযাপনে গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন এই তারকাকে। জন্মদিনের শুভেচ্ছা পাঠানো সবার প্রতিই এবার নিজের স্বভাবসুলভ আন্তরিকতায় উত্তর দিতে শুরু করেছেন শাহরুখ। তবে সবচেয়ে আলোচনায় এসেছে তাঁর মেয়েকে দেওয়া একটি উত্তর—যেখানে ভালোবাসার ছোঁয়ায় মিশে আছে বাবার মিষ্টি শাসন।
সুহানা খান বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বেছে নিয়েছিলেন এক দারুণ মুহূর্ত। তিনি সোশ্যাল মিডিয়ায় দুটি কফির কাপ পাশাপাশি রেখে একটি ছবি শেয়ার করেন। এক কাপে লেখা ছিল “কিং” (অর্থাৎ শাহরুখ), আর অন্যটিতে “কিং’স প্রিন্সেস” (রাজার রাজকন্যা, অর্থাৎ সুহানা)।
মেয়ের এমন স্নেহময় বার্তায় আপ্লুত হলেও শাহরুখের চিন্তাশীল পিতা-সুলভ মনোভাব প্রকাশ পায় তাঁর জবাবে। সুহানার পোস্টের মন্তব্যে শাহরুখ লিখেন, “ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনও ছোটই আছো।”
এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। অনেকে বলেন, “বয়স যাই হোক না কেন, বাবার চোখে মেয়ে তো চিরকালই ছোট।” কেউ কেউ আবার শাহরুখের এই স্নেহশাসনের প্রশংসা করে লিখেছেন—“এটাই তো আসল কিং খান, ভালোবাসার পরশে ভরা যত্নশীল বাবা।”