
পুরান ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটজন চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সেনাবাহিনীর ৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন) এবং ৭১ ম্যাকানাইজড ব্রিগেড এই যৌথ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন—মো. সোবহান, নয়ন, আব্দুল হালিম, হাসান, মো. রাজিব, রিপন, আব্বাস ও রুবেল।
গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা জানতে পারেন, মো. সোবহান ও তার সহযোগীরা কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন স্থানে চাঁদা আদায় করত। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তাদের ধরে এনে বুলবুল ললিতকলা একাডেমিতে নিয়ে গিয়ে নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক চাঁদা আদায় করা হতো। এই তথ্যের ভিত্তিতে সদরঘাট আর্মি ক্যাম্পের দুই প্লাটুন সেনাসদস্য বুলবুল ললিতকলা একাডেমি এবং গোল্ডেন পিক মার্কেট এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে চাঁদাবাজ চক্রের মূলহোতা সোবহানসহ আটজনকে আটক করা হয়। অভিযানে চাঁদাবাজির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অস্ত্রশস্ত্র কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।