
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা গ্রামে ভোরের অন্ধকারে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। নিজের বসতঘরে আগুন লাগানোর অভিযোগে ৩৮ বছর বয়সী ওমর ফারুক খবিরের নাম এসেছে। আগুনে ঘর, নগদ টাকা, স্বর্ণালংকার এবং ফার্নিচার পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার ভুক্তভোগী সোনিয়া বেগম জানান, কয়েক মাস আগে তার স্বামী অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়েন। ওই সম্পর্কের কারণে স্বামী দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে রাখার চেষ্টা করলে সোনিয়ার সঙ্গে তাদের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়। সালিশে বিষয়টি মীমাংসা হলেও পরে স্বামী অন্য এলাকায় গিয়ে সেই মহিলাকে বিয়ে করেন এবং সোনিয়াকে ডিভোর্স দেন। তারপরও সোনিয়া সন্তানদের নিয়ে পুরনো বাড়িতেই থাকছিলেন।
সোনিয়া বেগম বলেন, "আমাকে এবং সন্তানদের সুখে থাকতে দেবে না বলে হুমকি দিত। এমনকি আগুনে পুড়িয়ে মারার কথাও বলেছিল। ঘটনার রাতে সৌভাগ্যক্রমে আমি বোনের বাড়িতে ছিলাম, তাই প্রাণে বেঁচে গেছি।"
স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে আগুন ছড়িয়ে পড়লে তারা তৎপরভাবে পানি দিয়ে নেভানোর চেষ্টা করেন। তবুও ঘর এবং মূল্যবান জিনিসপত্র পুরোপুরি পুড়ে গেছে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে জানা গেছে, নিজের পছন্দের নারীকে ঘরে রাখার অনিচ্ছা ও ক্ষোভ থেকেই আগুন লাগানো হয়েছে। তবে চূড়ান্ত কারণ তদন্ত শেষে জানা যাবে।"