
বাংলাদেশ পুলিশের উর্দ্ধতন পর্যায়ে আবারও রদবদল করা হয়েছে। দুই পুলিশ সুপারসহ অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার মোট ছয় কর্মকর্তাকে বদলির আদেশ দিয়েছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিম, যাকে সিআইডিতে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে বদলি করা হয়েছে ঢাকা পুলিশ স্টাফ কলেজে। খুলনা (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদারকে পাঠানো হয়েছে রাজশাহী রেঞ্জে।
ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. হাতেম আলীকে খুলনা (আরআরএফ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশিকুর রহমানকে বদলি করা হয়েছে রাজশাহী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে।
এছাড়া, পুলিশ সদর দপ্তরের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আবদুল আজিজকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জান্নাত আফরোজকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস (পুলিশ সুপার) মো. দেলোয়ার হোসেনকেও পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপার (টিআর) পদে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।