
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ বন্ধ হওয়া একটি গার্মেন্টস কারখানার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে তিব্বত মোড় ও নাবিস্কো পয়েন্ট এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
শনিবার (২৩ আগস্ট) সকালে তিব্বত মোড়ে বিক্ষোভে নামেন শ্রমিকরা। তারা জানান, আগাম কোনো ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ায় জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ‘পশ’ নামে ওই গার্মেন্টস কারখানাটি বৃহস্পতিবার হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এর প্রতিবাদেই ক্ষুব্ধ শ্রমিকরা শনিবার সকালে সড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, গার্মেন্টস বন্ধ করতে হলে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে অথবা দ্রুত কারখানাটি পুনরায় চালু করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, অবরোধের কারণে মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত ডাইভারশনগুলো হলো—
১. উত্তরা থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান-২, গুলশান-১ ও পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবেন।
২. আমতলী হয়ে জাহাঙ্গীর গেটমুখী সড়ক দিয়ে তেজগাঁও যাওয়া যাবে।
৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন।
৪. মহাখালী থেকে বনানী ও গুলশান হয়ে উত্তরা যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।