
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। বেশিরভাগ নিহতই ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী ছিলেন।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে। বিবিসি পশতুর তথ্য অনুযায়ী, যাত্রীবাহী একটি বাস, একটি ট্রাক এবং একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ফলে বাসটিতে আগুন ধরে যায় এবং বাসে থাকা সবাই প্রাণ হারান। দুর্ঘটনায় অপর দুটি যানবাহনের চালক ও যাত্রীরাও নিহত হন।
প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তা আহমদুল্লাহ মুততাকি জানান, বাসটি ইসলাম কালা শহর থেকে কাবুলের উদ্দেশে যাচ্ছিল। ইসলাম কালা শহরটি ইরান সীমান্তবর্তী।
হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, বাসের সব যাত্রীই ইরান থেকে ফেরত পাঠানো আফগান অভিবাসী ছিলেন।
হেরাত পুলিশ বিভাগ জানিয়েছে, অতিরিক্ত গতিতে বেপরোয়া চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে।
আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে, যার অন্যতম কারণ যুদ্ধবিধ্বস্ত এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক নেটওয়ার্ক ও ট্রাফিক আইনের অনিয়মিত প্রয়োগ।
গত কয়েক দশকে ইরান ও পাকিস্তানে বহু আফগান নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। তবে সম্প্রতি ইরান থেকে ব্যাপকভাবে অবৈধ আফগান অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৫ লাখের বেশি আফগান নাগরিক ইরান ছাড়তে বাধ্য হয়েছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এত বিপুল সংখ্যক অভিবাসীর ফেরত আসায় আফগানিস্তান গভীর সংকটে পড়তে পারে, কারণ তালেবান শাসিত দেশটি ইতিমধ্যেই পাকিস্তান থেকে ফিরে আসা শরণার্থীদের মোকাবেলায় হিমশিম খাচ্ছে।