
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার আসামি নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলমান। একই সঙ্গে রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানা গেছে।
রোববার (১৮ মে) রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মাজহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত গ্রেফতার দেখানো হয়নি, প্রক্রিয়াধীন। আশা করা যাচ্ছে গ্রেফতার দেখানো হবে। রিমান্ড চাইবেন কি না? জানতে চাইলে তিনি বলেন, রিমান্ডের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না।
এর আগে এদিন দুপুরে ঢাকা ছেড়ে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আনা হয়।