
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শচীন্দ্র কলেজে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এক রহস্যময় ব্যানার। ব্যানারে লেখা— “শচীন্দ্র কলেজে ছাত্রলীগ, ছাত্রদল ও শিবিরের প্রবেশ নিষেধ।” শুক্রবার এ তথ্য প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।
সেদিন কলেজ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, প্রবেশপথের ঠিক সামনেই ঝুলছে ওই ব্যানার। তবে কে বা কারা এটি টানিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত শচীন্দ্র কলেজটি দীর্ঘদিন ধরেই রাজনীতিমুক্ত হিসেবে পরিচিত ছিল। তবে ২০১৮ সালে ছাত্রলীগের মাধ্যমে সেখানে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতি শুরু হয়। প্রকাশ্যে তেমন কার্যক্রম না থাকলেও সহপাঠক্রমিক আয়োজনের আড়ালে ছাত্রলীগ নিয়মিত সক্রিয় ছিল বলে জানা যায়।
সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর হবিগঞ্জ জেলা ছাত্রদল শচীন্দ্র কলেজসহ আশপাশের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় নতুন কমিটি ঘোষণা করে। এ প্রসঙ্গে শচীন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি শাহজাদ হোসেন রাকিব অভিযোগ করে বলেন, “যারা ব্যানার টানিয়েছে, তারা ছাত্রলীগের কর্মী। সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করার পর এখন অন্য সংগঠনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”
একই সুরে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ আহমদ রিঙ্গন বলেন, “যারা ব্যানার টানিয়েছে, প্রত্যেকেই রাজনৈতিক পরিচয়ধারী। আমাদের কলেজে ছাত্রদলের কমিটি রয়েছে। তারা শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ-সুবিধা আদায়ে কাজ করছে।”
অন্যদিকে, কলেজের অধ্যক্ষ এএসএম মনিরুল ইসলাম জানান, শচীন্দ্র কলেজ প্রতিষ্ঠাকাল থেকেই রাজনীতিমুক্ত। ব্যানার টানানোর ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। কলেজের গভর্নিং বডির সভাপতি মনজুর উদ্দিন আহমদ শাহীনও একই কথা পুনর্ব্যক্ত করে বলেন, “শুরু থেকেই কলেজটি ছাত্র রাজনীতিমুক্ত ছিল।”