
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক কারখানা শ্রমিক, গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরেকজন।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শচীন দাস পানিকা, বয়স ২৪ বছর। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানের বাসিন্দা, পিতার নাম বালক দাস পানিকা। আহত ব্যক্তির নাম ইউসুফ তালুকদার, তিনি মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের রাজ্জাক তালুকদারের ছেলে।
শচীন ও ইউসুফ মোটরসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে একটি বেপরোয়া ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়ে যান।
“শচীন দাস ইউসুফকে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শচীন মারা যান,” বলেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। তিনি আরও জানান, ইউসুফ তালুকদার গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।