
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আয়োজিত ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শীর্ষক সমাবেশে নেতাকর্মীদের সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এনসিপির নেতা-কর্মীদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু কেউ যেন এতে ভয় না পায় বা পিছু না হটে।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। যদিও সমাবেশ শুরুর নির্ধারিত সময় ছিল বিকেল চারটা, কার্যক্রম শুরু হয় প্রায় এক ঘণ্টা পর।
সমাবেশে বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদের কেউ ভয় দেখালে, হুমকি দিলে ভয় পাবেন না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এনসিপির একজন কর্মীর দিকেও যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব।
তিনি আরও বলেন, এক বছর ধরে আমরা কথা বলেছি। এখন আর বলার সময় নয়, এখন কাজের সময়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া, সারাদেশ থেকে আগত নেতা-কর্মীরা মিছিল নিয়ে অংশ নেন এই কর্মসূচিতে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতরাও সমাবেশে উপস্থিত থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানটি ছিল নতুন রাজনৈতিক ভবিষ্যতের প্রতিশ্রুতি ও প্রতিরোধের আহ্বানে ভরপুর।