
বাউল শিল্পী আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন অভিযোগ তুলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকার সমাবেশে সংগঠনটির নেতারা এ দাবি তুলে ধরেন।
সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার নেতা ফজলুর রহমান এবং কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম ও মজিবুর রহমান। তারা অভিযোগ করেন, দেশে বারবার আল্লাহ, রাসুল ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা হলেও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় না। বক্তাদের ভাষ্যমতে, যারা এসব ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে, বরং তাদেরই সমালোচনার মুখে পড়তে হয়। বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এবং এখানে ধর্মীয় অবমাননা সহ্য করা হবে না।
নেতারা আরও অভিযোগ করেন, দেশের মানুষের দিন শুরু হয় আজানের সুরে, তাই আল্লাহ সম্পর্কে কটূক্তি করলে তা বরদাশত করা যাবে না। তারা প্রশ্ন তোলেন, একজন ‘ফাইভ পাস’ ব্যক্তি কীভাবে কোরআনের তাফসির করার দাবি করেন। তাদের বক্তব্য, “আবুল সরকার যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পর আর কেউ মুসলমান থাকতে পারে না।” বক্তারা দাবি করেন, আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।