
রাজধানীর রামপুরার মালিবাগ ডিআইটি রোডে একটি আবাসিক হোটেল কক্ষ থেকে আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আলমগীর খান শরীয়তপুর জেলার পালং থানার চব্বিশরশি গ্রামের আ. মজিদ খানের ছেলে।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানিয়েছেন, বুধবার সকালে খবর পেয়ে আমরা মালিবাগ ডিআইটি রোডে অবস্থিত 'হোটেল আরা ইসলাম'-এর ৫ম তলার ৪১০ নম্বর কক্ষের বারান্দার সামনে থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
তিনি জানান, হোটেল কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তি গত ৩ আগস্ট কক্ষটি ভাড়া নিয়েছিলেন।
এসআই বলেন, মঙ্গলবার রাতে আলমগীর খান হোটেলের ম্যানেজারকে ফোন করে গ্যাস্ট্রিকের একটি ওষুধ চেয়েছিলেন। ম্যানেজার ওষুধ দিয়ে নিচে চলে যান। এরপর বুধবার সকাল পর্যন্ত ওই ব্যক্তি কোনো সাড়া না দেওয়ায় বিষয়টি থানায় জানানো হয়।
তিনি আরও বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।