
রাজধানী ঢাকা থেকে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করে এবং দুইজনকে আটক করেছ।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল। মুরাদগড় বাসস্ট্যান্ডে তাদের তল্লাশি করা হলে স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় প্যান্টের পকেটে লুকানো অবস্থায় পাওয়া যায়। তদন্তে জানা গেছে, আটককৃতরা এসব বার ঢাকার তাঁতীবাজার থেকে সংগ্রহ করেছিল।
৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজার ২৪৪ টাকা। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে