
খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় উত্তাল জনসাধারণের প্রতিবাদের প্রেক্ষিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার ২৭ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে এই আদেশ কার্যকর হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ও খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা অনুযায়ী সভা-সমাবেশসহ যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "আজ শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার পৌর এলাকা এবং সদর উপজেলায় ১৪৪ ধারা বহাল থাকবে।" আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়। শনিবার সকাল থেকেই অবরোধের কারণে খাগড়াছড়ি জেলার সাথে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়া জেলা সদরের সঙ্গে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়িসহ মোট ৯টি উপজেলার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।