
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালসহ স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে চলছে আন্দোলন, যেখানে সমর্থন জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কের গোলচত্বরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সরোয়ার হাওলাদার বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি বলেন, বক্তৃতা শেষে ভুলক্রমে মুখ ফসকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন।
আন্দোলনের সংগঠকরা অভিযোগ করেন, স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই সরোয়ার ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেছেন, উভয় পক্ষের বক্তব্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ জানান, সরোয়ার হাওলাদার তার মাকে শেবাচিম হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করিয়েছেন। সেখানে চিকিৎসক ও নার্সদের অবহেলা ও হয়রানির শিকার হয়ে তিনি আন্দোলনে সংহতি জানাতে আসেন।
তিনি আরও বলেন, ক্ষোভ প্রকাশের সুযোগ দিয়ে সরোয়ারকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বক্তব্য শেষে তিনি রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দেন, যা দেখে উপস্থিত ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়। উত্তেজনা এড়াতে পুলিশ তাকে হেফাজতে নিয়ে নিয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাব্বির দাবি করেন, কিছুদিন ধরেই একটি সিন্ডিকেট তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। সম্প্রতি অন্য একটি দলের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলাও করেছে। ‘জয় বাংলা’ স্লোগানের ঘটনাটিও আন্দোলনকে বিতর্কিত করার চক্রান্ত বলে তারা মনে করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, “সোরোয়ার হাওলাদারকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।”