
রাজধানীতে বাড়তে থাকা শব্দদূষণ কমাতে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে হর্নের অপব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেয়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর অংশ হিসেবে আয়োজন করা হয়। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশের সমন্বিত উদ্যোগ থাকলে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা আদায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিধিমালা যথাযথভাবে কার্যকর হলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান জানান, অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হর্ন আমদানি বন্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পরিবেশ অধিদপ্তর।
পরে পুলিশের সুসজ্জিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন যানবাহন নিয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে। এটি ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ে অবস্থিত পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে চলতি মাসের ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ১০ দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।