যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ধামরাই প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০১ পিএম, ১২ মার্চ ২০২৫

ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার আকসিরনগর আবাসিক প্রকল্প এলাকার রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, চার-পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে অন্যত্র হত্যার পর লাশ কয়েকদিন গুম করে রাখে। মঙ্গলবার রাতের কোনো এক সময় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার দুপুরে ধামরাইয়ের আকসিরনগর আবাসিক প্রকল্পের রাস্তার পাশে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় যুবকের দুর্গন্ধযুক্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা চার-পাঁচ দিন আগে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য ও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।