মনপুরায় লোকালয় থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত


April 2025/Deer Monpura.jpg

ভোলা জেলার মনপুরা উপজেলার লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। হরিণটি বনে অবমুক্ত করেছে বন বিভাগ। 

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাতটার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সামনে আজার মাঝির বাড়ীর পুকুর পাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে সকাল ১০টার দিকে মনপুরায় চর পাতালিয়া বনে অবমুক্ত করা হয়েছে হরিণটি।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টি হচ্ছে- এমন সময় খোলা স্থান থেকে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করতে দেখে। পরে হরিণটি বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সামনে আজার মাঝির বাড়ীর পুকুর পাড় এসে বিশ্রাম নেয়। তখন পচাঁকোড়ালিয়া বিটে বন বিভাগেকে ফোন করে জানালে তাদের একটি টিম ও স্থানীয় লোকজন মিলে হরিণটিকে উদ্ধার করে।
   
স্থানীয়দের ধারণা, মনপুরায় পানি উন্নযন বোর্ডের বেড়িবাধের কাজ চলমান রয়েছে। এতে করে মনপুরায় আলমবাজারের বনের গাছ কাটা হচ্ছে। ফলে ওই বনে থাকা হরিণগুলো লোকালয়ে চলে আসছে। তবে হরিণটি অনেক বয়স্ক।

মনপুরা পচাঁকোড়ালিয়া বিট কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৬টার দিকে উত্তর সাকুচিয়া ৪ নম্বর ওয়ার্ডের এক নাগরিক মুঠোফোনে জানালে মনপুরা রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় দ্রুত টিম নিয়ে ঘটনাস্থল বদিউজ্জামান দাখিল মাদ্রাসার সামনে থেকে স্থানীয় লোকজনসহ হরিণটিকে উদ্ধার করি। সম্পূর্ণ সুস্থ থাকায় হরিণটিকে পচাঁকোড়ালিয়া বিটের চর পাতালিয়া সংরক্ষিত বাগানে ছেড়েদেই।’

উপজেলা বন বিভাগের রেঞ্জার কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, ‘হরিণটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে প্রায় ৪-৫ কিলোমিটার দূরে আলম বাজারে মিনি বাগান রয়েছে। প্রাথমিক অবস্থায় ধারণা করছি, হরিণটি সেই বনের হবে। তবে কেন হরিণ লোকালয়ে আসে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
 
উল্লেখ্য যে, গত ২ মাসে উত্তর সাকুচিয়া বিভিন্ন স্থান থেকে ৩টি হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×