বরিশালে দাখিল পাস করে ডাক্তার সেজে চালাতেন ক্লিনিক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
- বরিশাল প্রতিনিধি
- প্রকাশঃ ০৩:৫৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলায় দীর্ঘদিন ধরে ‘মায়ের দোয়া ক্লিনিক’ পরিচালনা করে আসছিলেন ভুয়া চিকিৎসক রেজাউল করিম। দাখিল পাস করা রেজাউল নিজেকে ভারত থেকে এমবিবিএস পাস দাবি করলেও তিনি কোনো প্রামাণ্য সনদ দেখাতে পারেননি। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান জানান, রেজাউল করিম এমবিবিএস সনদ ছাড়াই রোগ নির্ণয় ও চিকিৎসা দিয়ে আসছিলেন। এমনকি জটিল রোগের চিকিৎসাও করতেন। তার দাবি ছিল, তিনি ভারত থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন, কিন্তু কোনও সনদপত্র তিনি উপস্থাপন করতে পারেননি।
তিনি আরও বলেন, রেজাউল করিম নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করেন। অভিযানকালে স্বাস্থ্য দফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে মঙ্গলবার দুপুরেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, রেজাউল করিমের বিরুদ্ধে অতীতে ধর্ষণের অভিযোগে কারাদণ্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে চিকিৎসক পরিচয়ে ক্লিনিক পরিচালনা করে আসছিলেন তিনি।