
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৮ জন রোহিঙ্গাকে র্যাব-১৫ আটক করেছে। আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।
র্যাব সূত্র জানিয়েছে, রোববার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়ার বালুখালী মরা গাছতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় স্থানীয় বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান নেওয়া পাঁচটি রোহিঙ্গা পরিবারসহ মোট ১৮ জনকে আটক করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবস্থান করছিল এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি তাদের মধ্যে কিছু অংশ খুন, ছিনতাই, ডাকাতি, মাদক পাচার ও অপহরণসহ নানা অপরাধে লিপ্ত হয়েছে। তারা ভাড়া বাসায় অবস্থান নিয়ে স্থানীয় অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ রাখছে, যা কক্সবাজারসহ পার্শ্ববর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রভাবিত করছে।
লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, "রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের কারণে নানা অপরাধ চক্রের সঙ্গে মিশে যাচ্ছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিতে পড়ছে। র্যাব-১৫ এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।"
তিনি আরও বলেন, "ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস রোধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি যারা রোহিঙ্গাদের অবৈধভাবে বাসা ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।" আটককৃত ১৮ রোহিঙ্গাকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।