
নেত্রকোণার আটপাড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকিং করে সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সদর ইউনিয়নের মোবারকপুর ও ইটখলা গ্রামের মধ্যে এই সংঘর্ষ হয়।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বুধবার সন্ধ্যা ৭টায় সংঘর্ষের সূত্রপাত, টানা তিন ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও উত্তেজনা চলে।
সংঘর্ষের খবর পেয়ে আটপাড়া থানা পুলিশ দুই দফা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উত্তেজনা না কমায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে। এক পর্যায়ে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামে। পরে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
এ ঘটনায় দুই গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন।
অতিমাত্রায় উত্তেজনা যেন আবার ছড়িয়ে না পড়ে সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনূর রহমান সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “গুজব বা অযথা উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকুন। প্রশাসন পরিস্থিতির ওপর সম্পূর্ণ নজর রাখছে।”
এলাকায় এখনও আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।