
বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে অনুষ্ঠিত জনসভায় দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, “ওয়ান ইলেভেনের সময় যারা জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং দলের দুর্দীনে বেঈমানি করেছে, সেইসব ষড়যন্ত্রকারী ও বেঈমানদের মনোনয়ন কোন ভাবেই মেনে নেবেন না দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।”
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় সোবহান আরও বলেন, বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় বরিশাল-১ আসনের বর্তমান মনোনীত প্রার্থীর সঙ্গে দলের ত্যাগী নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। তিনি জোর দিয়ে বলেন, “এখানে বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নেতাদের মধ্যে থেকে যেকোনো একজনকে মনোনয়ন দিলে বিতর্ক থাকবেনা।”
জনসভায় উপস্থিত হাজার হাজার নারী ও পুরুষ তাকে ‘ক্লিন ইমেজের নেতা’ হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে তার মনোনয়ন প্রদানের দাবি জানান।
গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও বলেন, তারা আর রামশীলে পালিয়ে যেতে চান না। তারা বরিশাল-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সমর্থন জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের ছেলে রুবাইয়াত সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক সহসভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, বিএনপি নেতা নজরুল ইসলাম, নবীন বাড়ৈসহ আরও অনেকে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি বরিশাল-১ আসনে প্রার্থী পরিবর্তন না করা হয়, তারা কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।
জনসভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের সহস্রাধিক নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ খন্ড খন্ড মিছিলের মাধ্যমে অংশগ্রহণ করেন।