
দেশে নারীর অংশগ্রহণ ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত কুইক রেসপন্স টিম (কিউআরটি) সূচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানটি আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যেখানে নারীর ভোটাধিকার সচেতনতা এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কিউআরটি প্রকল্প চালু করা হয়েছে।
শারমীন এস মুরশিদ বলেন, “৫১টি দলের মধ্যে ২৩টি দল নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি। নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এ দেশে প্রতিষ্ঠিত হবে না।”
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা রক্ষায় কিউআরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। “নারী ও শিশু মন্ত্রণালয় প্রথমবারের মতো কুইক রেসপন্স টিম প্রকল্প নিয়েছে, যার মাধ্যমে মন্ত্রণালয় সরাসরি গ্রামে পৌঁছে সেবা দিতে পারবে।”
গণতন্ত্র রক্ষায় সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মকেও সক্রিয় হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।