
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে নেমেছেন নেতাকর্মীরা। সাঈদ আহমেদ আসলামের পরিবর্তে সাবেক সংসদ সদস্য সরদার একে এম নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দিতে শুক্রবার সন্ধ্যায় জেলা শহরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাসিরউদ্দিন কালুর সমর্থকেরা মিছিলটি বের করেন। জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হওয়া মশাল মিছিলটি উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এতে অন্তত তিন শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, শরীয়তপুর-১ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু তার বাড়ি শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট) এলাকায় হওয়ায় তাকে বহিরাগত বলে দাবি করেন তারা। অন্যদিকে তিনবারের সংসদ সদস্য এবং জেলার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন না দেওয়ায় দীর্ঘদিন ধরেই নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ জমে উঠেছে।
নাসিরউদ্দিন কালুর অনুসারী বিএনপি নেতা সরদার চাঁন মিয়া বলেন,
“কালু সরদার একজন প্রবীণ রাজনীতিবিদ। তার হাত ধরেই শরীয়তপুর জেলা বিএনপির সৃষ্টি। তাকে উপেক্ষা করে যে ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি এই আসনের বহিরাগত। তাই দ্রুত মনোনয়ন পরিবর্তন করতে হবে, না হলে আমরা বৃহত্তর কর্মসূচি দেবো।”
সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, “এই আসনে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। তাদের বাদ দিয়ে ডামুড্যা থেকে বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনে কালু সরদারের কোনো বিকল্প নেই।”
বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে সাঈদ আহমেদ আসলামের মনোনয়ন প্রত্যাহার করে নাসিরউদ্দিন কালুকে প্রার্থী ঘোষণা না করা হলে আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।