
পটুয়াখালীর গলাচিপায় মো. হাবিবুর রহমান শিপলু নামে এক ছাত্রদল নেতা ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছেন। তিনি উপজেলার রতনদি তালতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি ফেসবুকে পোস্টে এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে হাবিবুর রহমান শিপলু লিখেছেন,বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমি মো. হাবিবুর রহমান শিপলু, ৫নং রতনদি তালতলী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম। আমি এখন নিজে স্বেচ্ছায় পদত্যাগ করলাম এবং ছাত্র অধিকার পরিষদ যোগদান করলাম।
শিপলুর ছাত্র অধিকার পরিষদে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। তিনি বলেন, হাবিবুর রহমান শিপলু ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি আমাদের নেতা সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ভাইয়ের রাজনীতিকে পছন্দ করে আমাদের ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন ও ছাত্রদল থেকে পদত্যাগ করেছেন। আমরা তাকে ছাত্র অধিকার পরিষদে গ্রহণ করে নিয়েছি।
এর আগে ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রুবেল দুর্জয় ও সদস্যসচিব সাব্বির আহম্মেদ প্রিতম স্বাক্ষরিত ৩১ সদস্যবিশিষ্ট এক কমিটিতে শিপলুকে যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে শিপলু বলেন, আমি দীর্ঘদিন ধরে নুরুল হক নুর ভাইয়ের রাজনীতি অনুসরণ করি, তিনি যে কোনো আন্দোলনে সামনের সারিতে ছিলেন। তার চিন্তাধারা আমার কাছে খুবই ভালো লেগেছে। এজন্য নিজের বিশ্বাসের জায়গা থেকেই আমি ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। ব্যক্তিগতভাবে কোনো চাপ বা দ্বন্দ্বের কারণে নয় বরং রাজনৈতিক আদর্শের প্রতি আকর্ষণ থেকেই আমি নতুন প্ল্যাটফর্মে যোগ দিয়েছি।
এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম রুবেল দুর্জয় বলেন, সে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছে কিনা আমি নিশ্চিত নই। তবে তার বড় ভাই যেহেতু গণঅধিকার পরিষদের সঙ্গে সম্পৃক্ত, আমার মনে হচ্ছে সেজন্য পারিবারিক প্রভাব থেকেই তিনি ওই দলে যোগ দিয়েছেন।