
ময়মনসিংহে র্যাব-১৪ এর একটি দল ১১ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সংলগ্ন ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে র্যাব। চেকপোস্টে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করা হয়। এসময় গাড়িতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আারও জানায়, এ সময় গাড়িতে থাকা হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার আব্দুল মালেক ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার মোহন মৃধাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদককারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।