
পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুর ইউনিয়নে গতকাল রাতের অন্ধকারে মোঃ বশির শরীফ(৩০) নামে এক শ্রমিককে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
শুক্রবার (০৯ জানুয়ারি) স্থানীয়রা জানান, নিহত বশির সাধারণ দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করতেন। তার হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয় গণমাধ্যমে বিষয়টি প্রচার না হওয়ায় সমাজে এই হত্যাকাণ্ড তেমন আলোচনায় আসেনি।