
ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা নির্বাচন কমিশনের (ইসি) শুনানি শেষে বহাল রাখা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে একটি আপিল ইসিতে জমা পড়ে।
তবে মিন্টু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব বাতিলের আবেদন করেন এবং প্রয়োজনীয় ফি জমা দেন। এ কারণে কমিশন আপিলটি নামঞ্জুর করে তার প্রার্থিতা বৈধ রাখে।
ফলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে বিএনপির এই প্রার্থী অবাধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।