
নতুন বছরের লক্ষ্য অর্জনে দিকনির্দেশনা ও কৌশল নির্ধারণে এনআরবি ব্যাংক পিএলসি. আয়োজন করেছে বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা–২০২৬।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশান ক্লাবে দিনব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনআরবি ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান জনাব ইকবাল আহমেদ ওবিই ডিবিএ ব্যাংকের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব তারেক রিয়াজ খান-এর সভাপতিত্বে সভার কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান জনাব এ কে এম মিজানুর রহমান এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব শেখ মো. সেলিম। পাশাপাশি স্বতন্ত্র পরিচালকবৃন্দ ফেরদৌস আরা বেগম, জনাব এস কে মতিউর রহমান এবং প্রফেসর শরিফ নুরুল আহকাম সভায় অংশ নেন।
এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. শাহীন হাওলাদার, জনাব মো. আলী আকবর ফরাজী, আনোয়ার উদ্দিন ও জনাব এম রাশিদুল হুদাসহ ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক এবং করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় গত বছরের বিভিন্ন শাখা ও বিভাগের অর্জন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের নির্ধারিত লক্ষ্য পূরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।