ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা


April 2025/Blast in Iran.jpg

ইরানের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় অন্তত ১১৫ জন আহত হয়েছেন। সংবাদ এপির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেহরদাদ হাসানজাদেহ ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, রাজাঈ বন্দরের কনটেইনার থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার ফলে জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং অন্যরা এলাকাটি খালি করার চেষ্টা করছেন।​

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।​

ইরানের রাজাঈ বন্দর মূলত কনটেইনার পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তবে বন্দরটিতে তেল ট্যাংক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল স্থাপনাও রয়েছে, যা বিস্ফোরণের পর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।​

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×