ভারতের অভিযোগের তীব্র নিন্দা
ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামার ঘোষণা পাকিস্তানের হিন্দুদের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:২৭ পিএম, ০১ মে ২০২৫

ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাকিস্তানে বসবাসরত হিন্দুধর্মাবলম্বীরা। বুধবার (৩০ এপ্রিল) বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা ভারতের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এই ঘোষণা দেন। এ সময় তারা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিক অভিযোগের তীব্র নিন্দা জানান।
বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভের নেতৃত্ব দেন সঞ্জয় কুমার নামের এক ব্যক্তি, যিনি পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি এবং বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য। মিছিলে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। তাঁদের হাতে ছিল নানা ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা ছিল।
বিক্ষোভকারীরা কোয়েটার বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে একত্রিত হন। সেখানে এক সমাবেশে সঞ্জয় কুমার বলেন, “পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর পাশে আছে। যদি ভারত পাকিস্তানের ওপর হামলার সাহস দেখায়, তবে পাকিস্তানের এক কোটির বেশি হিন্দু তাদের সৈন্যদের পাশে দাঁড়াবে।”
অন্যান্য বক্তারাও, যাদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন, ভারতের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। বিশেষ করে তারা ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেন।
বক্তারা বলেন, “১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু চুক্তি ভারত একতরফাভাবে বাতিল করতে পারে না। এই চুক্তি বাতিল করতে হলে অন্য পক্ষগুলোর সম্মতিও প্রয়োজন।”
প্রসঙ্গত, ১৯৬০ সালে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ভারত সম্প্রতি এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাকিস্তান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে।