
বেঙ্গালুরুর পারাপ্পানা আগরাহারা কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে ফাঁস হওয়া এক ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। ভিডিওটিতে দেখা যায়, এক বন্দি আরাম করে বিছানায় শুয়ে টেলিভিশন দেখছেন এবং মোবাইল ফোনে কথা বলছেন। ভিডিওটি প্রকাশের পর কারাগার কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষত সেখানে আটক দুই বন্দি তরুণ কোন্ডারু রাজু ও উমেশ রেড্ডিকে ঘিরে।
সূত্র অনুযায়ী, তরুণের কক্ষে রয়েছে টিভি ও মোবাইল ফোনের ব্যবস্থা। একই সুবিধা ভোগ করছেন উমেশ রেড্ডিও। ভাইরাল ভিডিওতে দেখা যায়, উমেশ কারাগারের ভেতর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছেন, তাঁর কক্ষেও টিভি রয়েছে। জানা গেছে, তাঁকে জেলের খাবারের পাশাপাশি পছন্দের বিশেষ খাবারও সরবরাহ করা হয়।
এই দুই বন্দিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অভিযোগের পাহাড় জমেছে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে গত ৩ মার্চ ১৪ কেজি সোনাসহ কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার হওয়ার পর তরুণ কোন্ডারু রাজুর নাম উঠে আসে আলোচনায়। সেই সোনার বাজারমূল্য ছিল প্রায় ১২ কোটি ৫০ লাখ টাকা। পরে রান্যার বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরও আড়াই কোটি টাকা নগদ অর্থ ও প্রায় দুই কোটি টাকার সোনার গয়না। অভিযোগ, রান্যার সঙ্গে যৌথভাবে সোনা পাচারের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তরুণ।
অন্যদিকে, উমেশ রেড্ডির বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশে তিনি কারাভোগ করছেন। তবে ভিডিওতে যা দেখা গেছে, তাতে বোঝা যায় জেল জীবনে তাঁর কোনো কষ্ট নেই, বরং আরামদায়ক পরিবেশেই দিন কাটছে।
ঘটনার জেরে কারা বিভাগের মহাপরিদর্শক বি দয়ানন্দ ইতোমধ্যে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।
তবে আনন্দবাজার ডট কম জানিয়েছে, ভিডিওটির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।