
প্রত্যক্ষদর্শী ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়ন্ত রকেটটি হঠাৎ আগুনের বিশাল বলের মতো ফেটে পড়ে এবং তার ধ্বংসাবশেষ আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে।
রকেটটি রাত ৮টা ১৩ মিনিটে ব্রাজিলের আলকানতরা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। হ্যানবিট-ন্যানো মূলত ছোট উপগ্রহ উৎক্ষেপণের জন্য ডিজাইন করা ৫৭ ফুট লম্বা একটি যান। এই উৎক্ষেপণ ছিল দক্ষিণ কোরিয়ার ইনোস্পেস ও ব্রাজিলের বায়ুসেনার যৌথ উদ্যোগ।
উৎক্ষেপণের পরপরই স্পেস অরবিট ট্র্যাকিং অনুসারে, রকেটে তাত্ক্ষণিক সমস্যা দেখা দেয়। ঘটনা ঘটার পর ইনোস্পেস সমস্যার বিষয়টি স্বীকার করেছে, তবে এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হয়নি।
দক্ষিণ কোরিয়ার এই উচ্চাভিলাষী প্রজেক্টটি মাত্র ৬০ সেকেন্ডেই ধুলোয় মিলিয়ে যায়, যা বিশ্বব্যাপী মহাকাশ গবেষণা ও স্টার্টআপ সম্প্রদায়ের মধ্যে বিস্ময় ও শোকের সৃষ্টি করেছে।