
তুরস্কের নিরাপত্তা বাহিনী বড়দিন ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিকল্পিত হামলা ভেঙে দিয়েছে। এই ঘটনায় ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, রাজধানীজুড়ে অন্তত ১২৪টি স্থানে একসাথে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং আইএসের বিভিন্ন কাগজপত্র।
এক বিবৃতিতে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, আইএস সমর্থকরা চলতি সপ্তাহে দেশজুড়ে হামলার পরিকল্পনা করছিল, বিশেষ করে অ-মুসলিম সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে। এ ছাড়াও সন্দেহভাজন আরও ২২ জনকে খুঁজছে কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃতরা দেশের বাইরে থাকা আইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছিল।
দুই দিন আগে তুরস্কের গোয়েন্দা সংস্থা আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে আইএসের বিরুদ্ধে অভিযান চালায়। ওই সময়ে আইএসের হয়ে কাজ করার অভিযোগে একজন তুরস্কের নাগরিককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও হামলার পরিকল্পনায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে।
সিরিয়ার কিছু অঞ্চলে এখনও আইএস সক্রিয় রয়েছে। তুরস্ক-সিরিয়া সীমান্ত প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ। ইস্তাম্বুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা আইএস সদস্যদের উৎখাতের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সমন্বয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।